বাংলাদেশের চিহ্নিত প্রতারক,
ইসলামকে হেয়কারী #পেয়ার হাবীব কিছুদিন আগে আরব আমিরাতে আসছে।
দুবাই,শারজাহ আজমান সহ সর্বত্র ঘুরে বেড়াচ্ছে। কখনো মোবাইল শপের বিজ্ঞাপনে,কখনো ট্রাভেল এজেন্সি শপের বিজ্ঞাপনে দেখা যাচ্ছে। কখনো দামী রেস্টুরেন্টে সাঙ্গপাঙ্গ নিয়ে খাচ্ছে
কয়দিন আগে দেখলাম বিখ্যাত তুর্কি শেফ CZN BURAK এর দুবাই রেস্টুরেন্টে লাইভ করতেছে।এসবের পিছনে তার সোর্স কি জানা দরকার। তারে নিয়ে এত দেশে-বিদেশে এত নিউজ করার পরেও কারা তাকে প্রমোট করতেছে জানা দরকার।
আগে দেশে মানবতার নাম ব্যবহার করে ইসলামকে ছোট করতে যা তা করছে।
এখন আরব আমিরাতের মত দেশে না জানি কার সর্বনাশ করবে।কাকে ধোঁকায় ফেলবে সেই জানে।এমন কিছু হলে আরব আমিরাতে বাংলাদেশী কমিউনিটির ইজ্জত থাকবেনা।
আরব আমিরাতে অবস্থানরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিককদের অনুরোধ করব এসব নিয়ে নিউজ করার।
আপনাদের চোখের সামনে একজন চিহ্নিত প্রতারক,চিহ্নিত নারী শ্লীলতাহরণকারী বীরদর্পে ঘুরে বেড়াবে তা নিয়ে খোঁজ নেওয়া দরকার।
© 2022 All Rights Reserved Moeen Uddin Hasan