আমিরাতে বন্যার পানিতে চট্টগ্রাম প্রবাসীর মৃত্যু



সংযুক্ত আরব আমিরাতে কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাতের প্রভাবে ফুজাইরায় এস এম সাজ্জাদ নামে একজন রেমিট্যান্স যোদ্ধা চট্টগ্রাম প্রবাসীর মৃত্যু হয়েছে। ঢাকা পোস্টকে এই বিষয়টি নিশ্চিত করেছে সাজ্জাদের জেঠাতো ভাই শাওন চৌধুরী। 


বৃহস্পতিবার (২৯ জুলাই) সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করেন ফুজাইরার পুলিশ। চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সৈয়দপুর গ্রামের মরহুম ফরিদ আহম্মদের ছোট ছেলে এস এম সাজ্জাদ। তিন ভাই দুই বোনের মধ্যে সাজ্জাদ চার নাম্বার। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৩৬ বছর। 


বোয়ালখালী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমান সেলিমের জেঠাতো ভাই সাজ্জাদ। 


শাওন চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, সে আল-আইল সানাইয়া একটি গাড়ির গ্যারেজে কাজ করতেন। গত বুধবার (২৮ জুলাই) পানির স্রোত ভাসিয়ে নিয়ে যায় সাজ্জাদকে। পরে খোঁজাখুঁজির পর নিহতদের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করে ফুজাইরাহ পুলিশ। তার মরদেহ ফুজাইরা একটি হাসপাতালে রাখা হয়েছে। 


এর আগেই আরব আমিরাতের বেশকিছু উপত্যকা প্লাবিত হয়েছে, বাঁধ উপচে ছড়িয়ে পড়েছে নদীর পানি। দেশটির আবহাওয়া অফিসের তথ্য বলছে, সবশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে তা গত ২৭ বছরের রেকর্ড ভেঙেছে। 


ভরি বর্ষণের ফলে ফুজাইরার সাথে অন্যান্য প্রদেশের বাস যোগাযোগ বন্ধ রেখেছে প্রদেশিক সরকার। ফুজাইরার শহর ছাড়া ও শারজাহ, রাস আল খাইমা প্রদেশে অনেক অংশ পানির নিচে তলিয়ে গেছে। শারজাহ এর কালবা এলাকায় অনেক বাংলাদেশী প্রবাসীর বাড়ি ঘর ও ব্যবসা প্রতিষ্ঠান এখনো পানির নিচে। 


দেশটির আইনি প্রক্রিয়া শেষ হলে তার মরদেহ দেশে পাঠানো হবে বলে জানান দুবাই বাংলাদেশ কন্সুলেট।

© 2022 All Rights Reserved Moeen Uddin Hasan


 

Post a Comment

Previous Post Next Post

Home - PageNavi (show/hide)

Comment System