#ফটিকছড়ির আরেক রেমিট্যান্স যোদ্ধার চির বিদায়
ফটিকছড়ির জাফতনগরের জাহানপুর গ্রামের নাছির মোঃ বাড়ীর টগবগে তরুণ রেমিট্যান্স যোদ্ধা রাসেল স্ট্রো*ক করে আরব আমিরাতের দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মৃ ত্যুব'রণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন,।
জাহানপুর নাছির মোঃ বাড়ির মরহুম আব্দুল মোতালেবের ছেলে রাসেল পরিবারের ৩ ভাই এক বোনের মধ্যে সবার বড়।
রাসেল তার প্রবাস জীবন শুরু করেছিল আরব আমিরাতের আল আইনে।
রাসেল শুরুতে আরব আমিরাতের আল আইনের বাংলা বাজারের আল-আমিন হোটেল সংলগ্ন বাংলাদেশ মোবাইল ফোন শপ নামে একটি মোবাইলের দোকানে চাকুরী করতো। পরবর্তী দেশে এসে রাসেল বিয়ে করেন, তার সংসার জীবনে ফুটফুটে একটি মাত্র কন্যা সন্তান রয়েছে। রাসেলের কন্যাটি বাবা ডাকটি ভালোভাবে বুঝার আগেই বাবাকে হারালো।
রাসেল ভাগ্য পরিবর্তন করতে আরব আমিরাতের দুবাই পাড়ি জমান, কিন্তু আল্লাহ তায়ালার ডাকে সাড়া দিয়ে অল্প বয়সেই চলে গেলেন না ফেরার দেশে।
এলাকার একজন প্রবাসী জানান, রাসেলের ম"রদে"হ যত দ্রুত সম্ভব দেশে পাঠানোর চেষ্টা চলছে।
© 2022 All Rights Reserved Moeen Uddin Hasan