কর্ণফুলীতে জাহাজডুবির ঘটনায় আরও ২ লাশ উদ্ধার


কর্ণফুলী নদীতে এফভি মাগফেরাত জাহাজ ডুবির ঘটনায় আরও দুই জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশ।। এই নিয়ে মোট সাতজনের মরদেহ উদ্ধার করা হলো।


শনিবার (১৫ অক্টোবর) সকালে কর্ণফুলী নদীর নতুন ব্রিজ এলাকায় থেকে মরদেহ ২টি উদ্ধার করা হয়।


বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক এমডি আবদুল মালেক জানান, এফভি মাগফেরাত জাহাজের আরও ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।  


নৌ-পুলিশ সূত্র জানিয়েছে, আজকে জাহাজটির গ্রিজার প্রদীপ চৌধুরী ও নাবিক রাকিবের বাবা মোতালেবের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে জাহাজের স্কিপার ফারুক বিন আব্দুল্লাহ, সেকেন্ড ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম, চিফ অফিসার মো. সাইফুল ইসলাম, ফিশ মাস্টার মো. জহির উদ্দিন ও ডক সদস্য রহমত মিয়ার মরদেহ উদ্ধার করা হয়।


এছাড়া চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ১১টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান জাহাজের ডুবুরি মো. ফয়সাল।  


সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ বলেন, র‍্যাঙ্কন কোম্পানির মালিকানাধীন এফভি মাগফেরাত ফিশিং জাহাজ ডুবির ঘটনায় ৭ জন নিখোঁজ ছিলেন। আজকে দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। এই নিয়ে নিখোঁজ সাতজনেরই লাশ উদ্ধার করা হলো।


উল্লেখ্য, গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে মেরামতের জন্য ডকইয়ার্ডে তোলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বয়ার সঙ্গে ধাক্কা লেগে এফভি মাগফেরাত নামে ফিশিং জাহাজ কর্ণফুলী নদীতে ডুবে যায়।


ডুবে যাওয়া জাহাজে মোট ২১ জন নাবিক ছিলেন। এরমধ্যে সী রিসোর্স ডকের ছিলেন ৪ জন। তাদের মধ্যে ১৪ জনকে উদ্ধার করা হয়েছিলো। বাকি সাতজন ঘটনার পর থেকে নিখোঁজ ছিলেন। 


এদের মধ্যে বুধবার থেকে বৃহস্পতিবার সাড়ে তিনটা পর্যন্ত কর্ণফুলী নদীর শাহ আমানত সেতু ও ১৫ নম্বর ঘাট এলাকা থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ।


প্রত্যক্ষদর্শী প্রকৌশলী নজরুল ইসলাম জানান, 'র‍্যাঙ্কন কোম্পানির মালিকানাধীন এফভি মাগফেরাত জাহাজটি ছিল চিংড়ি মাছ শিকারের। ডুবির ঘটনায় দিন জাহাজটি মেরামতের জন্য ডকইয়ার্ডে তুলতে যীবেন এমন সময় জাহাজের বিদ্যুতের প্রেসার ও পপুলার কাজ না করায় ক্যাপ্টেন বিষয়টি দেখতে বলেন চিফ ইঞ্জিনিয়ারকে। তিনি আর ভেতর থেকে উপরে আসার সময় পাননি। '


'হঠাৎ জোয়ারের স্রোতে প্রফেলর (পাঙ্কা) কাজ না করায় নিয়ন্ত্রণ হারিয়ে বয়ার রশির সঙ্গে ধাক্কা লেগে এফভি মাগফেরাত জাহাজটি ডুবে যায়। ৭ জন নিখোঁজ ছিলেন। আজকে দুইজনের লাশ উদ্ধারসহ সবার লাশ উদ্ধার হল।'

© 2022 All Rights Reserved Moeen Uddin Hasan


 

Post a Comment

Previous Post Next Post

Home - PageNavi (show/hide)

Comment System