কাতার বিশ্বকাপে রেফারিদের কো-অর্ডিনেটর রাঙ্গুনিয়ার শিয়াকত

 


কাতার বিশ্বকাপে রেফারিদের কো-অর্ডিনেটর রাঙ্গুনিয়ার শিয়াকত

____________________________

আর কদিন পরেই বাজবে বিশ্বকাপ ফুটবলের দামামা। স্বাভাবিকভাবেই মাঠের খেলায় নেই বাংলাদেশ। তবে একেবারেই নেই তা বলা যাবে না! গ্রেটেস্ট শো অন দ্য আর্থ- খ্যাত বিশ্বকাপে ম্যাচ পরিচালনায় নিযুক্ত রেফারিদের কো-অর্ডিনেটর হিসেবে কাজ করবেন বাংলাদেশেরই এক সন্তান। গর্বিত এই বাংলাদেশির নাম মোহাম্মদ শিয়াকত আলী। তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়ম নগরের বাসিন্দা। তিনি কাতারের ফুটবল জগতে বাঙালি কুরা হাকাম মুহাম্মদ শেখ আলি নামে বেশি পরিচিত। খেলোয়াড় কোটায় ভর্তি হয়েছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হয়ে ২০১৩ সালের ২৭ ফেব্রুয়ারি কাতারে যান । যাওয়ার তিন মাস পরে বার্সোলনা একটি ফুটবল প্রজেক্টের মাধ্যমে কাতারে রেফারি করার সন্ধান পান। সেখান থেকে পথচলা শুরু হয়। স্কুলশিক্ষক বাবু মুক্তি সাধন বড়ুয়ার অনুপ্রেরণায় রেফারিতে জড়িত হয়েছিলেন। বর্তমানে কাতার ফুটবল অ্যাসোসিয়েশনে সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন আলি। খবর বাংলানিউজের।

রাঙ্গুনিয়া থানার মরিয়ম নগর এলাকার মৃত হাজীর রফিকুল ইসলামের ছেলে শিয়াকত আলী। মনিয়মনগর বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও রাঙ্গুনিয়া কলেজ থেকে এইচএসসি পাস করেন তিনি।

কাতার বিশ্বকাপের মঞ্চে দক্ষিণ এশিয়া থেকে একমাত্র রেফারি কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত তিনি। তিনি বলেন, বিশ্বকাপে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমি গর্বিত। নিজের মেধা ও শ্রম দিয়ে বিশ্বকাপে সেরাটা দিয়ে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে চান শিয়াকত।

© 2022 All Rights Reserved Moeen Uddin Hasan


 

Post a Comment

Previous Post Next Post

Home - PageNavi (show/hide)

Comment System