নতুন নিয়মে ট্রেনের টিকেট কাটুন সহজে ২০২২ | How to buy Online Train Ticket Bangladesh railway-2022.

 


#Eticket_Bangladesh_Railway


নতুন নিয়মে ট্রেনের টিকেট কাটুন সহজে ২০২২ | Online Train Ticket 2022 | eticket Bangladesh railway ট্রেনের টিকিট ২০২২ |



২৬শে মার্চ থেকে বাংলাদেশ রেলওয়ের নতুন ই-টিকিটিং সিস্টেম চালু হয়ে। পূর্বে CNSBD এই টিকিটিং কার্যক্রমটি পরিচালনা করলেও এখন Shohoz Synesis Vincen JV এর উপর দায়িত্বটি অর্পিত হয়েছে।


এখন থেকে সবাই সকাল ৮:০০ থেকে রাত ১০:০০ পর্যন্ত অনলাইনে মোট টিকিটের ৫০ শতাংশ টিকিট ক্রয় করতে পারবে। তবে একজন ব্যক্তি সর্বাধিক ৪টি টিকিট কাটতে পারবেন।


♦১ম ধাপ: Registration সম্পন্ন করা

♦২য় ধাপ: Log In করা

♦৩য় ধাপ: স্টেশন নির্বাচন - গন্তব্যের স্টেশন নির্বাচন - তারিখ নির্বাচন - আসনের শ্রেণী নির্বাচন

♦৪র্থ ধাপ: পছন্দের ট্রেন ও আসন শ্রেণী নির্বাচন করা এবং View seats এ ক্লিক করা

♦৫ম ধাপ: চাহিত সিট নম্বর নির্বাচন করে Confirm Purchase এ ক্লিক করা

♦৬ষ্ঠ ধাপ: Bkash, VISA, MASTER CARD দিয়ে সংশ্লিষ্ট গেটওয়ের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করা।

♦শেষ ধাপ: PNR NUMBER সংরক্ষণ করা ও অনলাইন টিকিট প্রিন্ট দেয়া।


টিকিট কাটা সম্পন্ন হলে PNR NUMBER টি সংরক্ষণ করতে হবে। এই PNR NUMBER ও Phone Number অনলাইন টিকিটিং এর জন্য স্পেশালভাবে বরাদ্দকৃত কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করা যাবে। অথবা সংশ্লিষ্ট ব্যক্তি অনলাইন থেকে প্রিন্টকৃত টিকিট দিয়েও তার নিজের পরিবারের সদস্যদের নিয়ে ভ্রমণ করতে পারবেন ।


প্রথমদিন সার্ভারে কিছু সমস্যা থাকলেও আশা করা যায় সহজের টিম অতিদ্রুত সেগুলো সমাধানা করতে পারবে এবং আমরা ভালো সেবা পাবো।

website: https://eticket.railway.gov.bd

⚠️Watch How to Buy Online  Bangladesh Rrain Ticket see this video 👇



© 2022 All Rights Reserved Moeen Uddin Hasan


 

Post a Comment

Previous Post Next Post

Home - PageNavi (show/hide)

Comment System