বর্তমানে দুবাইয়ের অবস্থা অনেক খারাপ। যার ভুক্তভোগী বহু মানুষ বিশেষ করে বাংলাদেশীরা

 





বর্তমানে দুবাইয়ের অবস্থা অনেক খারাপ।

যার ভুক্তভোগী বহু মানুষ বিশেষ করে বাংলাদেশীরা।

এর  অনেক কারন আছে।

১।অদক্ষ শ্রমিক(কোনো কাজ শিখা ছাড়াই আবেগের বশবর্তী হয়ে বিদেশ আসা)

২।ভাষাগত অদক্ষতা। 

৩।কর্মদক্ষতার বিপরীতে অতিরিক্ত পারিশ্রমিক আশা করা(অমুক ২ লাখ ইনকাম করে আমার কেন ৩০ হাজার এমন মানসিকতা)। 

৪।নিজেকে তৈরি করা আর বিনিয়োগ করার মানসিকতা না থাকা।

৫।পর্যাপ্ত ধৈর্য না থাকা।

৬।অল্পতে মনোবল হারিয়ে ফেলা।


আমি অনেককে দেখেছি যারা কাজ নাই কাজ নাই বলে কান্না করেন আবার যখন কেউ কাজ ম্যানেজ করে দেয় তখন তাঁদের ইজ্জতের ১২টা বাজিয়ে দেন।

বলেন যে এটা ভালো,এই কাজ আমার সাথে যায়না, আমি আরো বেশী বেতন আশা করি এরপর কোনো কিছু না জানিয়ে আস্তে পালিয়ে যান।

পরবর্তীতে যে কাজ ঠিক করে দিছে তার ইজ্জত শেষ।


যাইহোক, এরকম পরিস্থিতিতে আপনার কি করা উচিত??

১।যারা আসবেন চিন্তা করতেছেন তারা পারলে সিদ্ধান্ত পরিবর্তন করুন।বাংলাদেশে কস্টে কাটান তারপরও এখানে নির্ঘুম,আর টেনশনে কাটানোর চেয়ে ভালো আছেন।

২। যারা এসে পড়েছেন তারা নিজেদের ধৈর্য বাড়ান।

৩।নিজেকে দক্ষ করে গড়ে তুলুন।

৪।যারা পড়াশোনা জানেন তারা কম্পিউটার কেন্দ্রিক জ্ঞান বাড়ান।

৫।ভাষা জ্ঞানে নিজেকে পারদর্শী করে গড়ে তুলুন বিশেষ করে ইংরেজিতে।

৬।কাজ যতই কস্টেরই হউক দাঁত কামড়ে পড়ে থাকুন,অভিজ্ঞতা অর্জন করুন।মনে রাখবেন আমিরাতে অভিজ্ঞতার  মতো এত গুরুত্বপূর্ণ জিনিস আর কিছুই নাই।

৭।আপাতত অল্পতে তুষ্ট থাকার মানসিকতা তৈরি করুন।


সর্বোপরি আপনার সৃষ্টিকর্তার সাহায্য কামনা করুন।ধন্যবাদ সবাইকে।

©

© 2022 All Rights Reserved Moeen Uddin Hasan


 

Post a Comment

Previous Post Next Post

Home - PageNavi (show/hide)

Comment System