রাস আল খাইমায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু প্রবাসীর মরদেহ দেশে পাঠানো হচ্ছে
.
আমিরাতের রাস আল খাইমায় হৃদরোগে আক্রান্ত হয়ে শাকিল হোসাইন (২৩) নাম এক প্রবাসীর মৃত্যু হয়।
.
গত 8 জুন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলে রাস-আল-খাইমা স্থানীয় হাসপাতাল মর্গে রাখা হয়। তিনি ভিজিট ভিসায় ১০ মাস আগে আমিরাতে এসেছিল।
.
আর্থিক সমস্যা থাকায় তার মরদেহ দেশে পাঠাতে বিলম্ব হলে মানবিক দিক বিবেচনায় তার লাশ দেশে প্রেরণের লক্ষ্যে রাস আল খাইমার স্থানীয় এক আরবি মোহাম্মদ এবং বাংলাদেশ কমিউনিটির সিআইপি ইব্রাহিম ওসমান আফলাতুন, এম জাহেদ হাসান, জাফর চৌধুরী, জসিম মল্লিক ও আবুল ফজলের সহযোগিতায় আজ রাতে শারজাহ বিমানবন্দর দিয়ে এয়ার আরাবিয়া যোগে তার লাশ দেশে পাঠানো হচ্ছে।
.
আজ সোমবার ( ৪ জুলাই) দুবাই মোহিসনা সোনাপুর হেলথ সেন্টার জামে মসজিদে বাদে আছর তার জানাজা অনুষ্ঠিত হয়। তার জানাজায় স্থানীয় আরবী, কমিউনিটির ইব্রাহিম ওসমান আফলাতুন, এম জাহেদ হাসান, সাইফুল ইসলাম তালুকদার সহ অসংখ্য প্রবাসী বাংলাদেশী জানাজায় শরিক হন।
শাকিল হোসাইন ঢাকা কালিগঞ্জ গাজীপুর থানা জামালপুর ইউনিয়নের কবির হোসাইন এর ছেলে। মৃত্যু কালে তার ৮ মাস বয়সী এক ছেলে, স্ত্রী এবং পিতা-মাতা রেখে যান।
আল্লাহ এই প্রবাসীকে ক্ষমা করুন।
© 2022 All Rights Reserved Moeen Uddin Hasan