আমিরাতে ভিজিটে এসে চলে গেলেন না ফিরার দেশে


ভিজিট ভিসায় সংযুক্ত আরব আমিরাতে এসে হৃদক্রিয়া বন্ধ হয়ে (স্ট্রোক) মুহাম্মদ তাজ উদ্দিন নামে একজন মারা গেছেন। । (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিল (৪৮) বছর। 


গত সোমবার (০৮ আগস্ট) আমিরাতের রাস আল-খাইমা প্রদেশে নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন।বৃহত্তর সিলেট মৌলভীবাজার রাজনগর 

কামারচাক ইউনিয়ন তাঁরাপাশা গ্রামের বাসিন্দা মুহাম্মদ তাজ উদ্দিন। 


আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ দেশে পাঠানো হবে। মরহুমের মরদেহ রাস আল খাইমা হসপিটালের মর্গে রাখা হয়েছে।

© 2022 All Rights Reserved Moeen Uddin Hasan


 

Post a Comment

Previous Post Next Post

Home - PageNavi (show/hide)

Comment System