এক মিনিটের মধ্যে সর্বোচ্চ ৭৫টি কয়েন দিয়ে টাওয়ার সাজিয়ে গিনেস ওয়ার্ল্ড বুকে নাম লেখাল হাটহাজারীর আয়মান মুহাম্মদ (১৬)।
আয়মান উপজেলার মেখল ইউনিয়নের আমান শাহ্ বাড়ির ওমান প্রবাসী মুহাম্মদ মুসার ছেলে। সে চার ভাইবোনের মধ্যে সর্বকনিষ্ঠ।
ইউটিউব ও সামাজিক যোগাযোগমাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুক প্রতিযোগিতার বিষয়টি দেখে সেদিন থেকে পরিবারের সদস্য ও বন্ধুদের উৎসাহে চর্চা শুরু করেন আয়মান।
আয়মান হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের এবারের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষার্থী। ফুটবল পায়েও তার দক্ষতা অবিশ্বাস্য। এই কিশোরের অনন্য প্রতিভায় মুগ্ধ সবাই। তার সফল্যে এলাকাবাসীর মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।
© 2022 All Rights Reserved Moeen Uddin Hasan