আল্লাহু আকবার লেখাঃ আল নাহিদ স্যার


দ্বীন ইসলাম মানতে বাধা আসবে যতবার,

ততোই হবে প্রকম্পিত ধ্বনি আল্লাহু আকবার।। 


বেহায়াপনার স্বাধীনতা দাও কোথায় সে মানবাধিকার?

আজ কেন চুপচাপ সব? আল্লাহু আকবার।। 


ঘেউ ঘেউ যতই করুক না কেন লক্ষ কুলাঙ্গার 

ঈমানের বলে বলিয়ান মুসলিম আল্লাহু আকবার।। 


পর্দা তো নারীর ভূষণ মুসলিম অধিকার, 

হিজাবেই সুন্দর মুসলিম নারী আল্লাহু আকবার।। 


কাফেরের দল যতই করুক অন্যায় অবিচার,

ততই হবে প্রকম্পিত ধ্বনি আল্লাহু আকবার।। 


শত আঘাতেও জর্জরিত হয়ে বলবো বারবার, 

আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।। 


লেখাঃ আল নাহিদ স্যার  (০৯.০২.২০২২)

 © 2022 All Rights Reserved Moeen Uddin Hasan


 

Post a Comment

Previous Post Next Post

Home - PageNavi (show/hide)

Comment System